এই যে মানুষ শান্ত এখন শান্ত জলের মত
শান্ত স্রোতেই মুছতে থাকে ঢাকা যত ক্ষত।
শান্ত মনেই খোলস ছাড়ে বিরোহ অবিরত
শান্ত থেকে হচ্ছে শ্মশান ভুলের মাশুল যত।
শ্রাবণ দিনের প্লাবন এখন মেঘের অভিমান
গুপ্ত ভালোবাসা সুপ্তই থাকুক ঈশ্বরের সমান।
এ যে কেবল প্রান্ত বদল ক্লান্ত মনের গান
এ যে কেবল একা থাকার মুক্ত অভিযান।
■ ১৯-০৯-২০