ওগো মৃত্যু আমার এই মনের ব্যথার একটা অনুরোধ শুনবে ?
তোমার এক চিলতে বুক মাজারে আমি পাপীর কি ঠাঁই মিলবে ?
দিবে কি তোমার পরম পরশ,...তিন চাপাতে ?
ধর্ম ,বর্ণ ,গোত্র ভুলে আমায় স্পর্শ দিবে কি-
তোমার নিজস্ব স্বভাবে ?
হঠাৎ তুমি কি এই কাষ্ঠ খোলা ভুবন নায়ের একলা মাঝি হবে !
মাটির দেহ মাটিতেই মেশাতে কি আমায় জড়াবে ?
হবে কি সোনার তরি আমার, পাড়ি অচিনপুরের ?
চির নিদ্রায় শাণিত করবে কি, ঐ কাফনে জরা কবরের ?
ওগো মৃত্যু আমার মনের খাঁচায় শেষবন্দি কবে হবে ?
আর কত কাল বাঁচিয়ে রেখে এভাবে তিলে তিলে পোড়াবে ?
কতটা সময় তেরেসা , মেন্ডেলা, মুজিব বিনে হেথা থাকা যায় ?
আর কতকাল সয়ে যাবো বুভুক্ষু পরাজয় ?
কতটা সময় সুস্থ মস্তিষ্কে নষ্ট পৃথিবী আপন মনে হয় ?
যেথা চারদিক দেখি চালকের আসনে নিপুণ হস্তে যে যার স্বার্থ কুড়ায়।
ওগো মৃত্যু তোমার কুখ্যাত খাতায় আমার ইতি নামটি কবে লিখবে ?
কবে নিষিদ্ধ করবে বিচরণ আমায়, কবে এই পাগলে মুক্ত মুক্তি মিলবে ?
29-03-18