বুকের উপর ওভাবে এতো জোরে জোরে রুদ্ধশ্বাস ফেলো না
এ যৌবনের মৃত্যু হয় গো মৃত্যু হয়।
রাগান্বিত রঞ্জিত চোখে ওভাবে অশরীরী আত্মায় তাকিয়ো না
এ যুবকের মৃত্যু হয় গো মৃত্যু হয়।
মন খারাপে করিডোরে টলমল নয়নে অতীত স্মৃতিতে ভেসো না
এ ভালোবাসার মৃত্যু হয় গো মৃত্যু হয়।
সন্দেহের জাল বুনে একাকীত্বের আবডালে নারকীয় ব্যথায় ব্যথিত হয়োনা
সু-সম্পর্কগুলোর মৃত্যু হয় গো মৃত্যু হয় ।


১৪-০২-১৮
রাত ৯:৩০