গোর খুড়েরা চাইতে থাকে
লাশে ভরুক শ্মশান ঘাট
শরীর খাদক চাইতে থাকে
ভরতে থাকুক মনের মাঠ।

পাতি নেতা চাইতে থাকে
সালাম ঠুকুক বুড়োর দল
ঘুষের টাকায় নাচুক রানী
মিছিল করুক ছেলের দল।

অভিভাবক চাইতে থাকে
ঘন্টা তিনেক টিচার থাক
অল্প টাকায় ব্যাপক সময়
বাচ্চা আমার নলেজ পাক।

বাড়িয়ালা চাইতে থাকে
বাড়িটা তার আকাশ ছুঁক
দাম্ভিকতার অহংকারে
ছোট জাতের বুক কাঁপুক।

দোকান মালিক চাইতে থাকে
টাকার মাঝেই সব সুনাম
মজুত করছি পেঁয়াজ -রসুন
আরও বাড়ুক তেলের দাম।

ওয়ার্ডবয় সব চাইতে থাকে
ভর্তি হোক রোগীর ঝাঁক
ট্রলি আর হুইল চেয়ারে
পকেট ভর্তি টাকা পাক।

প্রবাসীর বউ চাইতে থাকে
বিদেশ থেকেই সব পাঠাক
নিঃস্বাধীন সে রাতবিরাতে
পরকীয়ায় হাট বাড়াক।

প্রতিবেশী চাইতে থাকে
আরো কিছু ভোগদখল
লাঠির জোড়ে মোড়ল ব্যাটা
করছে যত বউ বদল।

শাশুড়ি মায় চাইতে থাকে
ছেলের বউটা মুঠোয় থাক
অনেক টাকা হচ্ছে খরচ
কাজের মাসী ছুটি পাক।

স্বামী ব্যাটায় চাইতে থাকে
এক বউ আর কতদিন
পরের বউটা কত্ত সুন্দর
নিজেরটা যেন কালনাগিন।

হায়েনারা চাইতে থাকে
বন্য কুকুর বন ছাড়ুক
সিংহ-শিয়াল আর ক'দিন
সংঘবদ্ধ লুট বাড়ুক।

সার্জেন পুলিশ চাইতে থাকে
লম্বা হোক জ্যামের লাইন
কাটবো চালান ইচ্ছে মতন
করবো যত টাকা ফাইন।

দফতর সচিব চাইতে থাকে
জমতে থাকুক  ফাইল-কাগজ
এইভাবে জমতে থাকলে
কামাই হবে ভালোই রোজ।

বাসের মালিক চাইতে থাকে
মাসেই দু-বার ঈদ খবর
পাঁচশো টাকার টিকেট খানা
হাজার দুয়েক পাক আদর।

সব রাষ্ট্রনেতাই চাইতে থাকে
বিরোধীগুলো নিপাক যাক
ইচ্ছে যত শোষণ ভারে
গোটা দেশটাই হাতে থাক।

১৬-০৫-২২
নারায়ণগঞ্জ
( দুপুর ১২:০০)