দীর্ঘ অপেক্ষাটা পাষাণ হয়েছে কবে !
হয় নি। সে পাষান হলে প্রেম জমে আর গুলোগুলো হতো না।
স্মৃতিরা আর কাঁদাতো না ।
মন খারাপ হতো না আর কোন সন্ধ্যায়।
রাতের নিদ্রা, দিনের ক্লান্তি, হাহাকারে আক্রান্ত আবেগ কিংবা বেপরোয়া সাহসগুলো অসহায় হয়ে আর কোন আর্তনাদ করতো না।
না হোক দেখা কোটি বছরের প্রান্তর,
না হোক কান্না থামার কোন অনুধাবন
আরও দীর্ঘ হোক অপেক্ষার সাতকাহন।
তবুও,প্রেম থেমে রবে না।
কোথাও না, কোথাও না...
পেট, পিট,কোমড়, সিঁথি,
বুক চিবুক,চুরুলিয়া ,পুরুলিয়ায় কোথায় প্রেম থেমে থাকে না।
(12-10-18)
রাত : 10;00