জেনে রাখো,কবিরা একক কারো প্রেমিক হতে পারে না।
হয় অনেকের....।
কিন্তু কবির মনের নায়িকা আসে ভাবনার শত রঙে।
খেয়ালের বর্ণিল চারুলতায়...
স্বপ্নপুরীর রাজ্যসভার অনন্যা রাজপরী হয়ে..।
যাকে সে প্রতিদিন ভিন্ন ভিন্ন ছন্দে, আনন্দে, বেদনার আবেদনে ভালোবাসে।
কাছে টানে।
তার হৃদয় ছুঁয়েই দেহের আবেগী আত্মাটাকে ছোঁয়।
সত্তাটাকে আপন করে।
রাখে যতনে কবিতা চরণে,
পুষে বড় করে সুর দিয়ে ভিন্ন ভিন্ন আবৃত্তির ঝঙ্কারে।

কবিদের প্রেমিকা হয়;
সকল ন্যায্য দাবি আদায়ের আত্মত্যাগের রক্তক্ষয়ী এই বাংলা।
এই জগৎ সংসারের 'হাহাকার',
নিশ্চুপ অশ্রু ঝরা মানবতার নির্ঝর রোদেলা দুপুর
শুন-শান সন্ধ্যার মায়াবতী অন্ধকার ।

কবিদের প্রেমিক হয়,নিসর্গ জ্যোৎস্নার আলো
মধ্যরাতে ঝিঁঝি পোকা
একাকী প্রভাত ফেরির ছন্নছাড়া ভেজা কাক।
প্রেমিকা হয়;
অনাথ বুকের গুনতে পারা বকনা পাঁজরের অধিকারি যারা,
দিন মজুরের ঘামের ঘ্রাণ-
আর সত্য সৈনিক শহিদ যারা

(৯-০৫-২০১৮)