জমে যাওয়া মেঘের ওজনে পৃথিবী ভিজে যায়।
জমে থাকা অভিমানে ভালোবাসা ছুটে যায়।
জমে যাওয়া বিষাদে মায়া কেঁটে যায়।
জমে থাকা শোকে মহা রোগ বেড়ে যায়।
জমে যাওয়া অভিযোগে তীব্র আকর্ষণ কমে যায়।
জমে থাকা কাঁন্নায় খুব ভালো থাকা পুড়ে যায়।
জমে যাওয়া টাকা দুঃশ্চিন্তা বাড়ায়।
জমে থাকা ভালোবাসা দুঃখ বাড়ায়।
জমে যাওয়া পাপে সুখ অসুখ হয়ে থাকে।
জমে রাখা মিথ্যে বিচ্ছেদের পথ খুঁজে রাখে।
জমে যাওয়া অধিকারে হারানোর ভয় বাড়তে থাকে।
জমে রাখা অবহেলা বুকে কষ্ট জ্বালিয়ে রাখে।
জমা যাওয়া প্রতিশ্রুতি বেঈমান বলে ডাকতে থাকে।
জমে রাখা ব্যর্থতা নিজেকে নিজে কবরে শুয়ে রাখে।
১৪-০২-২২