কৌশলে দূরে থেকে মাঝে মাঝে কাছে এসো,সম্পর্ক ভালো থাকবে।
নিজেকে পড়তে দিও না,পড়ে ফেলার পর অনাগ্রহের সূচনা হয়। আর একবার কেউ তোমাকে পড়ে ফেললে তাকে যাইতে দিও না। কাছে রাখো। খুব খুব ভালোবাসো। কারণ সেও তোমাকে ভালোবাসে বিধায় পড়তে পারে।
অবহেলার বয়স বাড়তে দিও না। হয় ছুঁড়ে ফেল নচেৎ নীরবে সরে যাও।
অভিযোগ আর দুর্ব্যবহার কখনোই করা উচিত নয়, ভাগ্য লিখা থাকে। যার ফলে ঘটে বা রটে যায়। তাই ক্ষমা উত্তম।
নিয়তি মেনে ঘুরে দাঁড়ানোর জোরালো চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবার পর কারো কারো আফসোসের শেষ থাকবে না।
তাঁর কাছে চেয়ে তার কাছে যান,পেলে ভাগ্যে ছিল। না পেলে অন্য কেউ হয়তো আপনাকে চেয়েছেন তাঁর কাছে।তাই ধৈর্য নিয়ে অপেক্ষা করে। মঙ্গল তাতেই।