.             চোখের তারায় কার ছবি গো-
              মনের দেয়ালেই বা কে থাকে,
              যার নামটি হৃদয় জপে-
              তার খবর কি সে রাখে !

.             ঠোঁটের বাঁকে কার হাসি গো -
              কার মিলনে মন ঝুলে থাকে
              যার জন্য অশ্রুর মেলা-
              তার খবর কি সে রাখে !

.             কার জন্য চোখ কাঁদে গো -
              কার পাঁজরে মন শূন্য থাকে,
              যার জন্য এতো বদলে যাওয়া -
              তার খবর কি সে রাখে !

.                      
                

০৩-০২-২০
(রাত ৯:৩০)