প্রচন্ড ঝরের পর ভেঙে যায় বাবুই পাখির ঘর,
রহমত থেকে আশীর্বাদ তুলে নেয় অভিমানি ঈশ্বর।
দিন গড়িয়ে ঘুম ঘোরে রাত বাড়ার স্টেশনে
ঘর ভাঙার কাঁন্না ঠাঁই খুঁজে, জন থেকে জনে।
ওলটপালট হয় যে জীবন,পথভ্রষ্ট হয় কত,
নষ্ট কীটে আরোতী পায় বেশ্যা পাড়ার মত।

চেনা পথে ঘুনে ধরে উবে যায় মন
নতুন ডালে বাসা বুনা ভুলে যায় জীবন।
সুপ্ত হৃদয় পুড়তে থাকে বুকের গহীনে,
জীবন পঁচার গন্ধ ছুটে গোপনে গোপনে।
ভালো থাকা যেন পদ্ম পুকুর, কাঁদে অবিরত,
কেউ ভুলে না ঝরের মাশুল কেউ ভুলে না ক্ষত।

■কেউ ভুলে না ক্ষত
০১-১০-২০