অতঃপর, গন্তব্য অন্ধকার
ফিরেছি অদৃশ্য মায়াডালে
মিলেছে শূন্যতার পরশ
মিলেছে হাহাকার।
জড়িয়েছে অবহেলারা
প্রাপ্তিরা অবমূল্যায়ানের শিকার,
মেনে নিয়েছি পরাজয়
মেনেই নিয়েছি এসেছো কষ্ট দেবার।
পেয়েছি মরীচিকার সংস্পর্শ
মিলেছে মরুর পাঁজরে মরুর আঁধার
মেনেই নিয়েছি অবরুদ্ধ যন্ত্রণা
তবুও অবাধ্য মনটা অবুঝ হয়ে ফিরেছে বারবার।
শেষে অভিমান দৃশ্যমান
অভিমান হারিয়ে যাবার,
ভালো থেকো আলেয়ার আলো
বুকেই ঠাঁই দেবো, যদি ফিরি আবার।

07-03-18
রাত 9;00