(১)
টিউশনিগুলো আটকে আছে ছুটকি শুনছো...
এখন আর বাসা গিয়ে পড়াতে পারছি না
ঈদ আনন্দটা এই বার ভেস্তে দিতে পারো
মাকে বলে দিও ভাইয়া এবার ঈদে বাড়ি ফিরছে না ।
টাকা যা ছিল তা শেষ সত্যি ছুটকি শুনছো
অপেক্ষা করো আর দু থেকে তিন মাস
ফের শুরু করলেই হাজারে হাজারে টাকা কমাবো কনফার্ম
তারপর হারানো সুখ কিনে ধুম ধাম পার্টি দিব ব্যাস।
চুপ কেন ছুটকি, কেন কিছু বলছিস না !
টাকা পেলেই তোর জামা কিনে দেব শুনছো
তোর প্রাইভেট বিলও আর বকেয়া থাকবে না
মাকে বলে দিস, ভাই খুব ভালো আছে
ভাইকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
(২)
খোদার রহমত কি স্থগিত হয়ে গেছে
আমাদের দিকে কেন আর মুখ ফিরে চাইছে না
এটা কি 2 44 34 3
নামাজের মাঝে এত এত ডাকছি খোদা কেন আর শুনছেনা......
ঈদ আনন্দটা এই বার ভেস্তে দিতে পারো
মাকে বলে দিও ভাইয়া এবার ঈদে বাড়ি ফিরছে না
টিউশনিগুলো আটকে আছে ছুটকি শুনছো...
এখন আর বাসা গিয়ে পড়াতে পারছি না...।
ও খোদা এটা কি 2 44 34 3 নয় ?
রিংটোন তো বাজতেছে কেন তবুও তুমি ধরছনা !
নামাজরোত খুব তো কেঁদে চলেছি
আমাদের দিকে একটু রহম করো
আমরাতো এভাবে আর চলতে পারছি না....
হেলো 2 44 34 3
হেলো.....
বি:দ্র ;- শিল্পী: অঞ্জন দত্ত স্যারের বিখ্যাত গান
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯, এর আদলে.