ভণ্ড পীরের লালসালু চাঁদর আর আমার মুখের হাসির কোন তফাৎ নেই;
আমি মিষ্টি কথায় লুকিয়ে রাখি শোক;
অভিযোগ ভারি লাগে, তার চেয়ে বরং খুব অভিশাপ দিও
আমি অভিযোগকারীদের শ্রদ্ধা করে যত্নসহকারে কবর দেয়া লোক।
আমার বাহ্যিক চলাফেরা দেবতাদের মতো হলেও
আমি মিশতে পারি মলম পার্টির মতো,
আমাকে বিশ্বাস করে ভালোবেসেছে যারা
তারা ভুলেনি আমার দেয়া গোলাপ ফুলের ক্ষত।