চল, শুরু করি অবহেলা যত
চল, বলা শুরু করি প্রশ্ন যত
কেন আমি ব্যস্ত এত অন্যরকম
কেন ভালোবেসে করছি তোর হৃদয় জখম ?
বুঝি না কেন আমি তোর সকল চাওয়ারও সুখ ?
বুঝি না কেন আমিই তোর মহা প্রেমের অসুখ !
চল শুরু করি ভুলে থাকার ছল,
চল আয়ত্বে আনি একা থাকা কৌশল।
চল শুরু করি নিঘাটা নাওয়ে হারিয়ে যাবর পণ,
চল কেঁদে কেঁদে বুক ভাসাই আমরা কিছুক্ষণ।