একদিন শূন্যতাকে আঁকড়ে ধরে -
কিছু স্মৃতি, কিছু কথা
কিছু পাওয়া না পাওয়া ব্যথা ভুল প্রমাণ হবে ।
প্রতীয়মান হবে একের পর এক সবার প্রস্থানের সময়।
সাদৃশ্য হবে  সকল আত্মকর্ম। ভালো মন্দ সকল কুকর্ম।
সেদিন ভুল করে হলেও ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদিত হবে ।
ভুল করে হলেও চোখের জল নিসৃত হবে ফোটায় ফোটায়।
নিজেকে সেদিন নিকৃষ্ট মনে হবে সব ছাপিয়ে ।
শব্দহীন বাক্য চুপিসারে বলে উঠবে , হে বিধাতা- শেষবার হলেও একটিবার সুযোগ দাও;
টিএসসিতে যে বোনের বাম স্তনের পরিমাপ হাতের মুঠোয় করেছিলাম, তা ফিরিয়ে দিয়ে আসি।
বাসের ভিড়ে যে নারীর নিতম্ব ছুঁয়েছিলাম, তা ফিরিয়ে দিয়ে আসি।
বন্ধুরা মিলে শেষ যে মেয়েটাকে টেনে হিঁচড়ে খুবলে খুবলে খেয়েছি;
বুক, পেট , তলদেশে নখের আঁচড় কেটেছি
দাও শেষ সুযোগ দাও বিধাতা ,
ফিরিয়ে দিয়ে আসি সব। সাথে ক্ষমা চেয়ে আসি।

গৌরীর সাথে যে মাতামাতির পরকিয়া ছিল,
নীরুর সাথে যে লোক চক্ষুর আড়ালে খোলামেলা নিষিদ্ধ ভূমিতে লাঙ্গল চালানোর চাষাবাদ ছিল ,
দাও সুযোগ করে দাও সব ইতি টেনে আসি।

আজ বলতে বাঁধা নেই,
চাকরীর প্রলোভনে যে মেয়েটার সাথে দিনের পর দিন রাত বিতিয়েছি
যে কলিগকে বাসায় ডেকে বুক ও পাছায় হাত কষেছি ,
দাও যেতে দাও। ক্ষমা ভিক্ষা চেয়ে আসি , সব ফিরিয়ে দিয়ে আসি।

যে মেয়েটার জন্য , চুড়ি কাজল মেলাতে কিনেছি;
চাচা হয়েও ঝোঁপের আড়ালে জামা খুলেছি;
সবুজ ধানগাছের উপর গ্রামের যে ময়নাকে- জোড় যাবস্তি কলঙ্কের কালিমা লাগিয়েছি ,
মহল্লার যে পাগলীটাও গর্ভবতী হওয়া থেকে রেহাই পাইনি আমার থেকে ,
অন্ধকারে যেসব ঘরের দ্বার চুপি-চুপি ঠ্যালা দিয়েছি ,
দাও ছোট্ট আরেকটি সুযোগ করে ,শ্রদ্ধার সাথে সব ফিরিয়ে দিয়ে আসি।
অশ্রুভরা নয়নে আমি পাপীকে তাদের কাছে শোপরদো করে আসি।

আমাকে দিয়ে যে মেয়েটা রোজ উত্যাক্ত হত
আমার চোখের চাহনিতে রোজ ধর্ষিত হত,
আমার ইস্ ,আহ্ নোংড়া কামনায় পুড়ে যেত ,
দাও সুযোগ সব ফিরিয়ে দিয়ে আসি।

যে সব নারীর সম্ভ্রম হারানোর চিৎকার -
আমায় অনেক ক'দিন সাদা ভাতের কথা ভুলিয়ে দিত,
যে সব অন্ধকার রাত আমার জৌলুসের শিকার
হত,
সকাল বেলা নারীর ভেজা জামা-কাপড় দেখলেই যখন বেতাল হতাম
কামনার খেয়ালে বসে যখন নিঃস্ব হতাম
দাও যেতে দাও মানুষ করে, সব  ফিরিয়ে দিয়ে আসি।
আমার নোংরামো সব ওদের প্রতিশোধের  চিতায় দিয়ে আসি।

যে সব নারীর শরীর দেখে অন্তরের কাবা রোজ পাপের আখড়া হত,
উত্তেজনায় দোজখের পথ ভুলে যেত,
দাও যেতে সব পূণ্য করি আসি।

দাও আরেকবার বিবেকবান মহামানবের উম্মত করে ফিরিয়ে
দাও ফিরিয়ে, আর এভাবে নরকের আগুনে না পুড়িয়ে।
দাও বিধাতা দাও, পৃথিবীতে আরেকবার যেতে দাও
অন্তত, এবার সকল কামনাকে তোমার কাছে বন্দি করে নাও।
শ্রেষ্ঠ মানুষ হবার শেষ সুযোগ করে দাও; নারীকে সম্মান করার নূন্যতম জ্ঞান তৌফিক দাও।
দ্বিতীয় দিবসের শেষ দিকে ক্ষমা করার চেয়ে- এখনি ক্ষমা দিয়ে , তাদের কাছে সব ফিয়িয়ে দেবার সুযোগ করে দাও।
কি , দিবা না ! এই জঘন্য পাপীর আর্তনাদে কি, তোমার দিলে  একটু দয়া হচ্ছে না ?
এভাবে চুপ থেকো না, এভাবে মুখ ফিরিয়ে নিও না দয়াল , মুখ ফিরিয়ে নিও না !
হে ঈশ্বর , তুমি অন্তত আমার মত নিকৃষ্ট হয়ো না।

(একটি আত্মগ্লানিময় ও পরিতাপের লেখা)

14-07-18
নারায়নগঞ্জ