আমরা তুলে রাখি শখ, তুলে রাখি মনের তোষক; তুলে রাখি ইচ্ছে যত,
আমরা অভিমানে ঢেকে রাখি প্রিয় চাঁদ ,বড় করি বিরহের ছাদ ;আর পুষে পুষে বড় করি মনের ক্ষত।
ছিঁড়ে ফেলে ফুল,তুলে রাখি ভুল, ; আর তুলে রাখি কিছু কিছু নীল শোক,
যতনে গাঁথা মালা, শুকিয়ে বাড়াই জ্বালা; আর বাড়াই কাছে টেনে ছেড়ে থাকার দোজখ।
খুব আশায় বেঁধে বুক, বাঁধিয়ে প্রিয় মানুষের অসুখ; আমরা বিরহ পুষে বড় করি কত ,
চোখের নদী, শুকায় না মরণ অবধি; কেউ যেন জীবনে জীবন পায় না মনের মত।
03 Jun 2021