ভালো থেকো ধ্রুব তারা দূর আকাশের কোণে,
আদর সোহাগে রাখবো তোরে স্মৃতির যতনে ।
কাল যেখানে ছিলে তুমি আমার ধ্রুব তারা,
আজ সেখানে কষ্টের বাজিমাত দুঃখে আত্মহারা।
রোজ নিশিতে করতে যেমন আমার আকাশ আলো,
তোর বিলীনে সেই আলো আজ নিভিয়ে গেলো।
ভালো থাকিস দূরে গিয়ে চাঁদের মত রোজ,
কেমন থাকিস নিয়মিত দিয়ে রাখিস খোঁজ।