আমি তোকে হৃদয়ের মণিকোঠায় ঠাঁই দিয়েছি।
আর তুই ?
তুই যতন করে ঠাঁই দিয়েছিস তোর বেখেয়ালী এক দখলদারকে ।
তোর সেই প্রিয় দখলদার আবার ঠাঁই দিয়েছে তার অন্য একজনকে।
এইভাবে চলছে অবলীলায় শতকোটি বেদনা অর্জনের জন্য ,হৃদয় দখলদারীত্বের কাজ।
জানিস, খুব করে ইচ্ছে করে- কেবল তোর হৃদয়ে আমিই তোর প্রিয়'র আসনে দাখিল হয়ে থাকি।
অন্য যে কেউ তোর হৃদয়ের দখলদার হলে আমি যে
চিতায় পুড়ি।
তুই কি পোড়া গন্ধ পাস না ?
আচ্ছা, কখনও যদি আমি তোর হৃদয়ের একক দখলদার হয়ে যাই
ওমন করেই কি আদর যতনে হৃদয়ে পুষবি আমায় !
নাকি দেখতে হবে তোর অন্য কোন নতুন শোষিত রূপ ?
আমি চাই তুই আমার দিকেই সর্বস্ব ঝুঁক ।
তুই কেন বুঝিস না ?
তোকে একান্ত সম্পত্তি করে পাবার পূঁজোতেই আরতি আমার রোজ।