সমস্ত বিষাদকে টেক্কা দিয়ে হাসি এখন আমার আয়ত্বে
ভুলে গেছি কতদিন পেট পুরে সাদা ভাত হজম হয়নি আমার
অনেকেই বলে মানুষ মরে গেলেই বেঁচে যায় , আমি ভাবি কেবল আমারই  হয় না। তাহলেই তো বোধহয় বেঁচে যাই।
দিন দিন নিরেট পাশানে পরিণতি হচ্ছি বুকে নিয়ে সমস্ত বিষাদের সস্তা সদয়।
ভুলে গেছি দেবীদের বুকে যতটানা প্রেম তারও অনেক বেশি কষ্টের পাইকারি সওদা হয়।
অনেকেই বলে সেখানে সভ্যতার  নীলক্ষেত
কিন্তু আমি দেখি দোজখেই লেলিহান শিখা দাউ গুমোট বেঁধে আছে।
অনেকেই পুড়ছে যদিও তবুও কোন গন্ধ নেই , কেবল মাঝে মাঝে শুনতে পাই আত্মহত্যার গুজব।
আচ্ছা আত্মহত্যায় কি মানুষ বেঁচে যায় !
গেলে আমিও যাবো লিখে রেখে গেলাম একখানা ছোট চিরকুট-
অমানুষের ভীরে মানুষই খুঁজে পাইনি আর মানুষী তো দূরে থাক।




11-11-19