পাড়ায় পাড়ায় রটিয়ে দিয়েছি তোর মরার খবর,
এ হৃদয়েই ঠাঁই পেয়েছে তোর'ই স্মৃতির  কবর।

সে কবরে এখন আমার নিত্য যাওয়া আসা,
আতর-গোলাপজল ও আগরবাতি দিয়ে জ্বালিয়ে রেখেছি তোর ভালোবাসা ।

বেড়া হিসেবে ব্যবহার করেছি আমার বুক পাঁজর,
না লাগে যেন কালবৈশাখী ও; আর কোন শেয়াল শকুনের আঁচর।

সেই বোবা স্মৃতিকবরের বুক চিরে পুঁতে দিয়েছি একটা বড়ই গাছের ডাল
ছিন্ন করেছি চোখের জলে তোরে ভুলে; সকল প্রেমো মায়ার জাল।
                  

17-04-18