তুমি নারী রহস্যময় উজ্জ্বল তিথী
হৃদঙ্গনে কত স্বপ্ন মনবিয়োগ জোর মিনতি,
তবুও তোমাকেই ধ্যান করি এই বাইশটি যৌবনে
করি প্রেম পূজো নিমগ্ন আরতি।

তুমি নারী, যুবকের যৌবন বাসনায়,
হৃদয় নিংড়ানো গল্প ও আহাজারি আর্তনায়,
দিয়ে যাও সুখের আদলে মহা সিন্ধু দুখ;
কত পুরুষ জ্বলে পুড়ে ছাই;
স্বপ্ন দেখা মিথ্যে মরীচিকা উতলা বাসনায়।

নারী,তোমার ভালবাসা সত্যি মমতা সত্যি;
তুমি নারী সত্যি নয়,
পুরুষ আমি,তুমি ভেবে যাতেই মাতি-
তাতেই নেশা হয়।

কত হারিয়ে যাওয়া মহাকাল পুরুষের গল্পে-
তুমি লক্ষ্মী নারী,
তুমিহীন সহজে মস্তক ছিন্ন হয়নি,রটেনি সু-কৌশল,
চলেনি পুরুষের ধারালো তরবারি।

তুমি নারীর অবহেলায়,
কত পাষাণ পুরুষের রক্ত রঞ্জিত চোখে- চোখ রাখা দায়,
কত পুরুষের নিদ্রাহীন নিশিতে কেঁদে কেঁদে কাটিছে কার্নিশ মহাশ্মশানকাল;
ব্যাথা বিস্ফোরিত প্রতিনিয়তই -
তোমাকে পুষে রাখা যোজন যোজন বুক পাঁজর সভায়।

তুমি নারী ছলনায়,
আজীবন পুরুষের বিশ্বাস ভঙ্গ করেছ- বিজয়া প্রতিমায়,
প্রতি প্রহরের যে শ্রদ্ধা, যে ভক্তি -
বিসর্জন হয়েছে সবি তোমার অনাদায়ী ভালোবাসায়।

১৭-০৯-১৭
সকাল ৮-৪০