যুবকের মৃত্যু যৌবনের সমাধিস্থল- বহুদূর নয়...
শত যৌবনের নিশ্চুপ দাফন-
নারীর ঐ এক চিলতে হৃদয় নীরালয়...।

শত শত প্রেমের সজীব হাহাকার- বেশি দূরে নয়...
প্রতিটি নয়নের কালো কার্ণিশে -
তা যুগ যুগ বেঁচে রয়...,প্রতিটি অবহেলায়...।

শত  আহ্লাদী আবেগের অপমৃত্যু কূপ- বেশি দূরে নয়..
ভালোবাসার উন্মাদে আবদ্ধ প্রতিটি মানুষিক রোগীর-
বেপরোয়া বিবেকহীনতায় ...,আর নিষিদ্ধ চাওয়া পাওয়ায়...।

তিলে তিলে পুড়ে নিঃস্ব হওয়া দেহ গুলোর নিশ্চিহ্ন আবেশের আকার- বহুদূর নয়,
প্রতিটি ছলাকলা আর হৃদয় নিংড়ানো  নারকীয় সব প্রতারণায়...।

26-04-18
নারায়নগঞ্জ