অন্ধকারে চাঁদ না হলেও চোখের তারায় তারা হতে চেয়েছিলাম।
ভরসার সোপান হয়ে মৃদু ধারার মতো বয়ে চলার স্রোত হতে চেয়েছিলাম।
শত শত ঝিঁ ঝিঁ পোকার আওয়াজের মাঝে জোনাকির আলোর  মতো করে হলেও আলোর মিছিল হতে চেয়েছিলাম।
কাল বৈশাখী ঝড়ের মাঝে হঠাৎ মেঘ ভাঙার আওয়াজকে তোয়াক্কা না করে বুকে জায়গা দেবার জায়গা শূন্য করে রেখেছিলাম।
মেষ বৃষ্টির খেলায় শ্রাবনে কলা গাছের ভেলায় জোড়া দু- হাত প্রসারিত করে আকাশ পানে বৃষ্টিকে আলিঙ্গন করতে চেয়েছিলাম।
এক বুক আকাশ মাঝে নাটাই ছাড়া মুক্ত ঘুড়ি হতে চেয়েছিলাম।
নব বধূয়ার কাকে কলসি, আলতা রাঙা পায়ে রুনু ঝুনু নূপুরের কোমল মতি সুর হতে চেয়েছিলাম।
সবুজ প্রকৃতি, পাকা ধানের সোনালী খেত ও এক ঝাঁক সাদা বক হতে চেয়েছিলাম।
শঙ্খ ছিল, পাল তোলা নৌকার মাঝি, আর দক্ষিণা বাতায়ন হতে চেয়েছিলাম।

কিন্তু সে আর হতে হতেও হলো না মনে হয়।
ক্বফ জ্বর বেড়েছে। সর্দি আর মাথা ব্যথার ভারে পাহাড় সম অস্বস্তি ভর করেছে। শুকনো কাশিটা থামার নাম নেই। ক্রমান্বয়ে রক্তের উচ্চচাপ মাথার ঘাড় ঘুরাতে দিচ্ছে না আর।
না , আর কিছুই হবে না আর । কিছুতেই না।
ভালো থেকো পৃথিবী ফের আগের মতো সুস্থ্য হয়ে ভালো থেকো........।

    

কপিরাইট ( ০৯/০৪/২০২০) #রাত ১২:৪৮