হে বঙ্গের বন্ধু ;
কী নামে ডাকিব তোমায় !
কী উপাধী দেব তোমায় আজ ?
তুমি যে সর্বকালের সর্বসেরা ;
শ্রেষ্ঠ রাজাধীরাজ ।
হে বন্ধু,
হৃদয়ে তোমার দয়ার সিন্ধু ;
তুমি যে বাংলার রূপকার,
উপাধী পেয়েছো "জাতীর জনক বঙ্গবন্ধু";
তুমি সেই মুজিবর ।
তুমি যে সদা ব্যস্ত ছিলে -
এই বাংলার স্বাধীনতার জন্য,
কী করে দেব তোমায় তার বিনিময় ?
কী করে করবো তোমায় ধন্য ।
এই বাংলার আকাশে বাতাসে ,
মাঠ প্রান্তরে;
তোমার ভাষণের ধ্বনি এখনো
বজ্র হয়ে ঝড়ে ।
আজ ও যে বৃদ্ধ রুগ্ন শরীর ;
হাটে লাঠিতে ভর করে,
তোমার ভাষণ শুনলে থমকে দাড়ায়;
নও জোয়ানের মত নড়েচড়ে।
তোমার নয়ন তারার তীক্ষ্ম দৃষ্টিতে-
ভাসত সদা স্বাধীনতার পতাকা,
তুমি যে মোদের সোনার মুজিব
তুমি যে এখনো মোদের শ্রেষ্ঠ নেতা।
তোমাকে হারিয়ে -
মোরা হয়েছি নেতার কাঙ্গাল;
রয়েছি অনেক দুখে,
যুদ্ধ থামেনি হেতা "ওহে বীর বন্ধু"
ফিরে আস ফের যুদ্ধ থামাতে -
এই বাংলার বুকে ।
বি:দ্র লেখাটি আমার বাবার লেখা। ১৯৯৯ সালের দিক লিখেছিলেন তার ডাইরীর খসরা পাতায়।
এখন বাবা নেই।পরলোক গমন। লেখা গুলো অবহেলিত।তার লেখাটা সংগ্রহের জন্য এখানে পোষ্ট করলাম। ভুল মার্জনীয় ।