আমি সেই নিঃস্বঙ্গ অমাবস্যার নিলাভ অন্ধকার,
মেঘে ঢাকা জ্যোৎস্নার বিদঘুটে মায়াবী আঁধার।
আমি শেষ রাতে জেগে ওঠা নব কষ্টের আলোক রশ্মি
আমি ধূসর গোধূলীর বিক্ষিপ্ত আভা।
আমি উজ্জ্বল দিনের করুণ মৃত্যু।
বেলা শেষে ভয়ঙ্কর রাক্ষুসে সন্ধ্যা।
আমি মধ্য রাতের একলা ডাহুক।
বাঁশ গাছের শীর্ষ চূড়ায় বুভুক্ষু রক্ত রঞ্জিত হুতুম পেঁচা।
আমি বিধবা অন্ধকারের শত প্রহরের ধ্যানরত প্রভাত ফেরীর প্রতিক্ষা।
আমি অশ্রুভেজা একপাঠ শাড়ির যন্ত্রণা লুকানোর ছেড়া আঁচল।
আমি ভাঁটা পড়ে যাওয়া নিস্তেজ মিলন মোহনার জেগে ওঠা অঙ্কুর।
বিদায়ীবেলায় আমিই শুরুর শেষ।
(21-08-18)