তুমি মরণ ব্যধি ক্যান্সারের মতই খুব দ্রুত সংক্রামক হও আমাতে,
আমার জীবনে তোমার নির্মূল হবার কোনোই প্রয়োজন নেই ।
হাজার বছরের তৃষ্ণায় অন্তর কাবায় ধ্বংসহীন হৃদয় চুষা পরজীবী হয়ে খণ্ড-বিখন্ড বা লন্ড-ভন্ড করো আমার হৃদয় দ্বার।
তোমার ভালোবাসার আদালতে সমস্ত প্রেম দিয়ে  মায়ার দণ্ডে আমরণ দাগী আসামী করে দাও আমায়।
আমার বাঁচার প্রেরণা হোক, তোমার জীবন সঙ্গী নামক মুক্তিহীন কয়েদীর পোষাক পড়ে ।
তোমার এক চিলতে মুখের মিষ্টি হাসি হোক আমার কাছে স্বাধীনতা অর্জনের মতো।
তোমার পবিত্র শরির হোক আমার জন্য বারবার হারিয়ে যাবার গোলোকধাঁধাঁ।
রাতদিন তোমাকে বিরতীহীন আদর-সোহাগ হোক আমার জন্য বাধ্যতামূলক কার্যকর স্ব-শ্রোম কারদণ্ডের শাস্তি।
অতঃপর,ভালোবাসার আপরাধে নির্বিঘ্নেই জাবজ্জীবন লঘু দণ্ডের দণ্ডিত আসামী হতেই; বারবার তোমার প্রেম কয়েদী হয়ে পৃথিবীতে আসবো..।

08-11-18
নারায়নগঞ্জ