বাংলাদেশ,
হৃদয় আমার ষষ্ঠ দোজখ
সপ্ত দোজখ তুই,
কোথায় তোর পবিত্রতা
কোথায় তোকে ছুঁই !

তোর বুকে তো অন্ধগলি
বুক খুবলে খায়,
তোর বুক তো রক্তে আঁকা
শহিদ কালিমায় ।

তুই তো রোজ ধর্ষিত আর
ধর্ষকের বাজার,
সাধুবাবার পানি পড়ার
ভণ্ডামীর মাজার।

তুই তো শত প্রতিশ্রুতির
অট্টালিকার শহর,
রামদা আর চাপাতি হাতে
রাজনীতির বহর।

চামচামিতে ভর করে তুই
গড়ে তুলছিস দেহ,
পুড়ে নিঃস্ব গণতন্ত্র
বাকি নেই তো কেহ ।

কে লিখবে সাম্যবাদ আর
কে ভাঙ্গবে তালা ,
কোন শতকে বন্ধ হবে
ক্রোস ফায়ারের জ্বালা !

ক্ষমতা হাতে পুড়ছিস মানুষ
একাই করছিস ভোগ,
শুয়োরামীর রাজনীতিতে
গড়ে তুলছিস দোজখ।

নৈরাজ্য তো লালন করিস
পালন করিস বুকে
মুজিব বিনে এমন খেলা
কে দিবে রুখে !


06-07-18