ঈশ্বরের আশির্বাদ হিসেবে তোমাকে পেয়েছি।
আমার আমল নামায় যত পাপ ছিল তা সব মুছে গেছে।
খুলে গেছে জান্নাতের আট দরজা।
দোজখের দাউ দাউ দীপ্ত শিখা নিভে দমিয়ে গেছে এই পঁচিশে ।
ভুলে গেছি কষ্টে থাকার সহজ উপায়।
ভুলে গেছি বেদনার্তের সকল আর্তনাদ।
তুমি জানো না, কত বহুল প্রতীক্ষিত প্রার্থনার ফসল আজ এই তুমি !
তুমি সহস্র অপেক্ষার প্রহরের অবসান এই তারুণ্যে।
হয়তো, গত দুই যুগ ঈশ্বরের লীলায় লুট আমি তোমার শূন্যতার জন্যই।
হয়তো, জন্ম থেকেই নরক বাসের পরিক্ষা ছিল আমার,-
তোমাকে আমার করে পাবো বলেই ।
তুমি কেবলই সুখে সীমাবদ্ধ নও এখন; তুমি এখন আট কুঠুরির নয় দরজা আমার।
এই যুবকের ষষ্ঠ ইন্দ্রিয়ের হৃদ মাজার।
তোমাকে পেয়ে প্রতারকের প্রতারণা ভুলতে বসেছি।
তোমাকে পেয়ে প্রতারীত আত্মা আমার অমানুষ হতে মানুষে রূপ নিয়েছে।
রাত গুলো এখন দীর্ঘ হয়না আমার। প্রভাত গুলো নিদ্রাহীনতায় ভোগে না।
বিষণ্নতা পাশে ভিড়ে না এখন। কারো ব্যর্থ স্মৃতির স্বপ্ন আঁকে না।
এ দীর্ঘ আরাধনায় জীবন যন্ত্রণার যজ্ঞ বড্ড শান্ত এখন।
বুক চিবুক ভিজে না নিশ্চুপ চোখের নোনা জলে।
ভালো আছি আমি, অনেক ভালো।
ভালো আছি ঈশ্বরের নাজিল কৃত স্বর্গীয় ভালোবাসার বদৌলতে।