যদি কখনও, কপালে চুমো রেখে যদি ঘর কিংবা হাত ছাড়ি,
তবে বিদায় ভেবো না।
যদি বুকে জড়িয়ে চোখের জল ফেলে ভুলে যাবার পথে পা বাড়াই ,
তবুও বিদায় ভেবো না।
যদি অভিমানে নিশ্চুপ হয়ে অষ্ট প্রহর কোন খোঁজ না রাখি,
তবুও সব মিথ্যে ছিল এমন ভেবো না...।
যদি কখনও অভিমান ভাঙাতে অনুনয় না দেখাই ,
তবুও চেনা মানুষটা অচেনা হয়ে গেছি এমন ভেবো না।
যদি শত অভিযোগের মাতম বুকে মিছিল করে অনেক,
তবুও তোমার প্রতি আকর্ষণ কমে গেছে এমন ভেবো না।
যদি তোমার চাওয়া মত আমার সময়ের অভাব অভাব হয়,
তবুও ভেবো না আমি তোমার প্রেমিক ছিলাম না।
যদি অনেক দুঃখে বলি ভালোবাসি না- ভেবো না আমি বদলে গেছি।
যদি বদলে যাই, কিংবা বিদাই জানাই ,
তবে জানান দিয়েই নিঁখোজ হবো। জানান দিয়েই বিদায় জানাবো।
তখন আর বুকে কষ্ট রেখো না তখন আর বৃথা অভিযোগ রেখো না।
.
28-06-19
নারায়নগঞ্জ