আপাতমস্তক দেহে, শত ব্যথার কবলে জর্জড়িত আমি,
বেকার আমি, ক্ষুধার্ত আমি;
সাম্যের গানে পেট ভরে না।
আমি কবি নই , তবুও লিখতে এসেছি।
বলতে এসেছি, ফের ভাঙ্ রে- লোহার ঐ লৌহ কপাট,
আয় রে এক কাতারে আয়
ভুলে সব জাত অজাত।

২৯-০৭-১৮