হয়না কোনো নতুন লেখা হয়না কোনো গান
হয়না এখন প্রেমের বারণ হয় না অভিমান ।
হয়না কোনো অবহেলা আর হয়না অভিযোগ
হয়না কষ্ট একা থাকার আর হয়না প্রেমের রোগ।
হয়না কোনো অপেক্ষা আর হয়না পোড়া ধুকে
হয়না কোনো মায়া আর হয়না রাখা বুকে ।
হয়না কোনো মাতলামী আর বিয়ে করার ঝোঁক
হয়না কোনো বিলাপ আমার হয়না কোনো শোক।
হয়না কোনো বউ খেলা আর চুমুর সমাবেশ
হয়না কোনো শরীর ছোঁয়া আর উত্তেজনার রেস।
হয়না কোনো রাত জাগা আর হয়না তারা গোনা
হয়না কোনো শর্ত আর হয়না আশা বোনা।
হয় না আর স্বপ্ন দেখা হয়না আবেগ অতি
হয়না কোনো গিফ্ট কেনা আর হয়না টাকার ক্ষতি ।
হয়না আর গল্প-গুজপ হয়না মজা ফান
হয়না আর বাবু ডাকা হয়না ডাকা জান।