আমি কারোর শত ভালো না লাগার
কারণ হতে চাই...
সকাল-সন্ধ্যা রাতদুপুরে আনচান করা এক-
অস্থিরতা হতে চাই।
আমি কারোর মন খারাপের অবাধ্য এক খেয়াল হতে চাই ....
প্রেমের পরশে রাঙিয়ে দেবার এক -
আকুল প্রার্থনা হতে চাই।
আমি কারোর সুখ সারথির বুক কাঁপানো এক-
শিহরণ হতে চাই...
বিতৃষ্ণা হয়েও শিরা উপশিরার স্পন্দন হতে চাই।
আমি কারোর বেঁচে থাকার রোজ শ্বাস-প্রশ্বাস হতে চাই ....
আঁচলে কামড়ানো বেলা পড়ে যাওয়া এক-
ব্যথাতুর অপেক্ষা হতে চাই।
আমি কারোর নির্ঘুম এক বিসণ্নতার রাত হতে চাই..
চোখের কার্নিসে কালো দাগপড়ার শেষ ইচ্ছে হতে চাই।
আমি কারোর দুঃখ সুখের কাছের পাবার সবসময় এক - ছায়া হতে চাই....
আমি কারোর হৃদয় ছুয়েই চোখের মধ্যমণি হতে চাই।
আমি কারোর লাজুক ঠোঁটে প্রথম পবিত্র চুম্বন হতে চাই
সারাজীবনের প্রথম ও শেষ পুরুষ হতে চাই ।
------ রবিউল ইসলাম রাব্বি
22-03-18
রাত : 8:00