ঘোর অন্ধকাররের বধ্য যোনিতে ডুবে গেছি
হ্যাঁ এইবার আলো চাই,আলোকিত সহচর চাই
ওতপ্রতোভাবে লেপ্টে থাকা একজন তুমি চাই
প্রেরণা দেবার কণ্ঠস্বর চাই
সকাল সকাল শাসন করার আমারও একটা ঘুমভাঙ্গার কলতান চাই।
লক্ষ-কোটি কাজের চাপেও এক মূহুর্ত ছুটে যাওয়ার আমারও একটা মঞ্জিল চাই।

সময়ের ব্যস্ততায় নিবিড় যত্নে ডুবে গেছি
হ্যাঁ এইবার বিশ্রাম চাই,ক্লান্তির শান্তি চাই
অপেক্ষায় দ্বোর গোড়ায় হাসির এক তিলক চাই
কারোর বুকে মাথা রাখার বৃ্দ্ধ একটা জীবন চাই
এলোকেশে হাত বুলানোর,আঁচলে ঘাম মুছানোর আমারও সেই তুমি চাই
কেউ পাগল বলুক এমন একটা পাগলী চাই
কলার্ট টেনে চোখ রাঙানোর আমার.ও এক দৈসি মেয়ে চাই।

অযত্নের কায়াতে অনাদরের মায়ায় ডুবে গেছি
হ্যাঁ এইবার অনেক আদর চাই, অনেক অনেক সুখ চাই
সুখের তুলোধূনো  হালকা পোজের মেঘ চাই
হঠাৎ রৌদ্রে এক পশলা বৃষ্টি চাই
রোজ সন্ধ্যায় দুই ঠোঁঠে দীর্ঘ বরণ রূদ্ধশ্বাসের এক বৈঠক চাই
মধ্য রাতের বৈধ্য মিলনের আমারও একটা আমার মতো করে সংসার চাই...
হ্যাঁ , হ্যাঁ । আমার মতো করেই আমার একটা সংসার চাই ।
                                                (২১-০৩-১৯)
ভোর রাত ৪:০০ টা