:-আধপোড়া মনকে তুমি
ইটভাটায় আর কত পুড়াবে ?
আর কত বিষাদলগ্নে বিষ ঢেলে-
সুখের পথে ঐ ভাঙ্গা মনকে জুড়াবে ?
আর কত , আর কত ?
:-যতটা পুড়াবার জন্য
প্রেমের জন্ম এ বুকটায়
ততটাই পুড়বে সে তো
পুড়ে পুড়েই সুখ চায়...সুখ চায়॥
:-পোড়ার মাঝে কভু পাবেনা সুখের ছবি
পোড়াতে নেই প্রেম,
সুখের হ্যামেলিয়নের খোঁজ কর কবি
বাজাও প্রেমের সাইরেন॥
:-পুড়াতে নাহি চাই গো কবি
পুড়তে চাই কারোর শূন্যতায়,
ছুটি পেয়েছে সেদিনই সুখের ঘুড়ি
লেনা দেনা হয়েছে যেদিন এ মনের -
অবুঝ ভালোবাসায় ॥