কেউ রাখেনা তাদের খবর
পৃথিবী ও দেয় না যত্ন-আদর
কষ্টের যাতাকলে পিষ্ঠ হয়ে
মজলুম জনতা হয়েছে সুখ যাবাবর।

কেউ তাদের বুকে জড়ায় না
কাধে কাধ রেখে একই স্বপ্নে পথও চলেনা
অবহেলায় তিক্ত তারা
সমাজেই পায়না তারা কিঞ্চিত মূল্যায়ন ।

কেউই তাদের রাখেনা খবর
দিনাদিপাতে হরেছে শান্তির খবর
মিছে সুখে হাসি নিয়ে
হয়না তাদের, স্বপ্ন বিভর।

জীবনই ওদের অজাচিত শোচনের
চেষ্টা কেবল পারিবারিক কতৃত্ত্বের।
উচ্চ অকাঙ্খাও হয়না পদদলিত তাদের
কমতিও নেই ওদের দুমুঠো অভাবের।

আশা নয় তাদের উঁচু তলার
প্রয়াস কেবল বেঁচে থাকার
একটু সদয় হও গো পৃথিবী
কাটুক তাদের দুঃখের আধার।

০১-০৫-২০১৭
সময়: দুপুর ৩:২০