আজ সকালে মধ্যবিত্ত নামের একটি কবিতার অকাল মৃত্যু ঘটেছে ।
শোকে কেউ কাঁদতে'ই আসেনি ।
শান্তনা দেবার এক জোড়া হাতের হাতবুলানীও
মাথা-পিঠের জুটেনি, বুকে জড়ানোর তো দূরে থাক।
আজ সকালে কবিতা জন্মের অনাথ আশ্রয়স্থলটিরও ধ্বংস হয়েছে।
বিস্ফোরিত হয়েছে ভুল বোঝার বিষক্রিয়ায়।
ধ্বংস্তুপের ধ্বংসলীলায় কারোরই পদার্পন ঘটেনি কোনো রকম বাঁচিয়ে তোলার তড়িঘড়ি নিয়ে।
অনাথ কবিতার ভীষণ কাতরানির গোংগানি শুনেও-
আগ বাড়িয়ে আপন কেউ'ই নয়ন তুলেও তাকায়নি
আর তো - পর মানুষ দূরে থাক।
আজ সকালে কবিতার ককপিট "ডাইরীগুলো"- কেরোসিনে ঢেলে জ্বলন্ত উল্কাপিন্ড পোড়ার মতোই পুড়ে খুন করা হয়েছে।
কারো চোখে ধোঁয়া কিংবা জ্বলন্ত কবিতার ছটফট করে মরার দৃশ্য ধরা পারেনি।
ভেবেছিলাম মধ্যবিত্ত কবিতা খুনের দায়ে ফাঁসির রায় শুনবো অকালে, কিন্তু-
বিভীষিকাময় হত্যা করা কবিতার ফুসফুস পোড়ার গন্ধ কারো মনে কোনো রকম সন্দেহ জাগাতে পারেনি কিঞ্চিতও।
ও হো ! ভুলেই গিয়েছিলাম, মানুষ তো এখন মানুষ পুড়ে মরার গন্ধ'ই পায় না ,আর তো -
মধ্যবিত্ত একটি কবিতার শেষ কৃত্তির গন্ধ।
১১/০৬/২০২০
সন্ধ্যা ৬টা
নারায়ণগঞ্জ