গদ্য কবিতাঃ
সোনালী বিকাল
কাব্য কবির
প্রিয়তমা,তোমার মনে পড়ে সোনালী
বিকালের কথা??
পড়ন্ত বিকালে তুমি আমি হাঁটতেছিলাম
স্রোতস্বিনীর পাশ দিয়ে,দেখেছিলাম
নদীর বুকে পাল তোলা নৌকা,বাতাসে
গায়ে আহা কি মিষ্টি গন্ধ ছিলো,পড়ন্ত
বিকালে সোনালী রোদ পড়ে নদীর
বুক চিকচিক করেছিলো।স্রোতস্
বিনীর
পাড়ের সবুজ দূর্বা ঘাসের উপর
ঘাসফড়িং লাফাচ্ছিল,রোদের
ডানায় দেখেছিলাম প্রজাপতি উড়তে।
তুমি আমি বসে ছিলাম বটের ছায়ায়।
বসে দুজনে বাদাম বাজা খেয়েছিলাম আর
বলেছিলাম মিষ্টি প্রেমের গল্প।তুমি
সেদিন তোমার খোঁপায় পড়েছিলে
শুভ্র বেলী প্রসূন।প্রসূনের ঘ্রানে আকুল
হয়ে ছুটে এসেছিলো হাজার প্রজাপতি।
প্রজাপতি এসে পড়েছিলে
তোমার দীঘল কালো চুলের খোপায়।
সত্যিই তোমাকে তখন
অপরুপ সুন্দরী লাগছিল।
আজ ও আমার মনে পড়ে সোনালী বিকালে
বটের ছায়ায় বসে বাদাম বাজা খাওয়া,
মেঘের পানে তাকিয়ে মিষ্টি সুরে
ভাটিয়ালী গান গাওয়া,সব আমার
হ্নদয়ের ক্যানভ্যাসে লিখে রাখলাম
প্রিয়তমা,........