চাঁদনী রাতে,চাঁদের সাথে
মনের কথা হয়,
নীল পরীরা নিলে ভেসে
কী জানি কি কয়??
মেঘের ভেতর মেঘের বাড়ি
নীলাম্বরী নারীর শাড়ি
দেখে অবাক হই,
চাঁদনী রাতে, চাঁদের সাথে
মনের কথা কই।
হাজার হাজার তারার বাতি
কোথায় এদের গোষ্ঠী জ্ঞাতি?
চলে নানা ঢঙ্গে,
চলে নানা রঙ্গে,
ঐ আকাশে দূরের দেশে
দূর পাহাড়ে ভেসে ভেসে
লিখছে কে কোন কাব্য??
গভীর রাতে স্বপ্ন প্রাতে
এই কথাটি ভাব্য???