বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে
বারান্দ্রা সম্মুখের ছোট্ট ফুল গাছটার পাতা বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটা
আহ্, কি দারুণ এক অনুভূতি এই বৃষ্টিতে!
চোখ বন্ধ করতেই যেন ভেসে আসছে তোমার নিখুঁত সারল্য মুখ
অনুভবে তোমার নির্মল শীতল ছোঁয়া
হৃদে উপচে উঠা ভালোবাসার ঢেউ
আর নিশ্বাসে তোমার সানিধ্যের ঘ্রাণ।
বড্ড অভাব অনুভব করছি তোমার এই বৃষ্টিতে
মনে হচ্ছে হৃদয় অভ্যন্তরের কথাগুলো নির্দ্বিধায় জানিয়ে দেই পৃথিবীকে তীব্র চিৎকারে
শতস্ফুর্ত কন্ঠে বলে উঠি ভালোবাসি, ভালোবাসি, শুধুই ভালোবাসি!
কিন্তু কি'বা আসে যায় তাতে,
-তুমি কি আমায় ভালোবাসবে?