কবি নির্বাক থাকতে চেয়েছিলেন।  
বুকে ব্যথার পাহাড় বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন,
তবুও কবির কখনো কোন অভিযোগ ছিল না।
হঠাৎ সে পাহাড় থেকে একটি ঝর্নার প্রস্রবণ
উৎসারিত হয়ে কবির দুচোখ প্লাবিত করলো।
কবির দুচোখ ফুলে উঠলেও বুক খালি হলো।  
কবি এবারে সবাক হলেন, তার বুক থেকে
নেমে আসা ঝর্নাটা কলমে ঠাঁই পেলো!


ঢাকা
১৬ জানুয়ারী ২০২৫