শুধুমাত্র শিশুর ঠোঁট বাকানো অভিমান ছাড়া
সব অভিমান উদ্দিষ্ট ব্যক্তি কর্তৃক দৃষ্ট হয় না।
কেবলমাত্র মা-ই দেখে থাকেন, বুঝে থাকেন
শিশুর সব অভিমান, এবং সেসব মিটিয়েও দেন
স্নেহাদরে, এতে সরল শিশুর অভিমান ভেঙে যায়।
অভিমানের কোন বয়স নেই; ছোট-বড় সবার হয়।
বড়দের বেলায় অভিমান তেমন কদর পায় না।
এমনকি যার উপর অভিমান হয়, সে বুঝেও না;
কিংবা বুঝেও না বোঝার ভান করে অবলীলায়। তবে,
এতে উপেক্ষিত অভিমানী ঘুরে দাঁড়াবার শক্তি পায়।
ঢাকা
২৫ এপ্রিল ২০২৩