তুমি হাসলে ভুবন হাসে,
তুমি কাঁদলে বৃষ্টি আসে।
তোমার চোখে ঘুম পেলে
আমার গানের কন্ঠ খোলে।
তুমি ঘুমালে আমার বুকে
স্বপ্ন দেখি পরম সুখে।
ঘুমের মাঝে তোমার হাসি
দেখতে পেয়ে আমিও হাসি।
তুমি যখন স্বপ্নে বিভোর
আমি তখন হই তৎপর
বিছানা ছেড়ে উঠে আসি
কবিতা লিখায় হই প্রয়াসী।
ঢাকা
০৬ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।