এত ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী এ জীবন,
তবুও কত মায়া ভরা আমাদের প্রাণ!
কেউ আমাদের ছেড়ে চলে যায়,
কাউকে আমরা ছেড়ে আসি।
প্রতিটি মুহূর্তই একেকটি বিদায় ক্ষণ।
মিলনের মুহূর্তও আসে বিদায়ের বার্তা নিয়ে!
এই যে এখনই যা বললাম,
এটাই তো হয়ে যেতে পারে আমার শেষ কথা।
যাকে বললাম, সেও অনন্তে চলে যেতে পারে
কোন জবাব দেয়ার আগেই।
এতই ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী আমাদের জীবন,
তবুও কত মায়া ভরা আমাদের প্রাণ!
ঢাকা
২১ মার্চ ২০২১