কবি বলেছিলেন,
‘ঠোঁটে শুধু ভালবাসা, চুম্বনই থাকে না
বিষও থাকে, কথার!’
হ্যাঁ, কখনো তা থাকে;
থাকে হাসির পেছনে লুকোনো,
কখনো উদ্যত তরবারির ন্যায় ক্ষুরধার!
তবুও--
তবুও কাঁটাকে এড়িয়ে করি কুসুমের সন্ধান!
তবুও গরলেরে ভ্রূকুটি করে করি অমৃতের সন্ধান!
ভালবাসাকেই করে যেতে চাই আজীবন সম্মান!
কথার গরলে ক্রোধের অনলে পোড়া ঠোঁটে
আবার ফুটুক একেকটা লাল গোলাপের বাগান!
(কবিতার দ্বিতীয় এবং তৃতীয় লাইনদুটো কবি মৌসুমি ভৌমিক এর ‘বৈচিত্র্য’ কবিতা থেকে নেয়া হয়েছে)
ঢাকা
২৫ মে ২০২১