নিজ মনের গহীন অভ্যন্তরে
যখন কোন অশুচি অনুভব করি,
আমার কবিতা তখন থেমে যায়!
শুচিতার মূর্ত প্রতীক তুমি,
নীঃশব্দে আবির্ভূত হও।
আমাকে বিধৌত করে দাও,
আমাকে বিশুদ্ধ করে দাও।
আমি আবার কবিতা লিখি।
ঢাকা
১৩ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।