জন্মের পর শিশু কাঁদে
কান্নাই তার ভাষা।
তারপর সে বুঝতে শেখে
আদর ভালবাসা।
ভালোবাসায় শিশু হাসে
হাসি দিয়ে ভালোবাসে।
হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে
ঘুমের মাঝেও ক্ষণিক হাসে।
কান্না দিয়ে প্রকাশ করে
চাওয়া আছে যত।
পেটটি যদি ভরা থাকে
খেলে মনের মত।
শিশুর হাসির পবিত্রতায়
মনটি ভরে যায়।
শিশুর কান্না মনটা কাঁপায়
চরম অস্থিরতায়।
ঢাকা
০৯ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।