সে রাতে আকাশটা ভেঙে পড়েছিলো,
জল ভরা মেঘগুলো নেমে এসেছিলো,
পাখিদের নীড়গুলো ভিজে গিয়েছিলো,
নিশাচর পথিকেরা বাড়ী ফিরেছিলো।
সে রাতে আকাশটা অঝোরে ঝরেছিলো,
মেঘ থেকে জলধারা ঝরে পড়েছিলো,
সরীসৃপেরা সারারাত বিবরে ছিলো,
কিছু ছোট ছোট প্রাণী ভেসে গিয়েছিলো।
সে রাতে আকাশ থেকে নেমে এসেছিলো,
এক সুন্দরী জলপরী মায়ায় ভরা।
এক ঘুমহারা পাখিকে ঘুম পাড়িয়ে,
হারিয়ে গিয়েছিলো সেই পরি অপ্সরা।
ঢাকা
১১ জুলাই ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
।