তোমায় প্রথম আমি দেখেছিলাম
সেই সেদিনের গণভবনের
ঘনসবুজ ঘাসের চত্বরে। ঢোলা পা’জামা পাঞ্জাবী
আর ‘মুজিব কোট’ ব্র্যান্ড নামের কালো কটি পরিহিত,
তুমি সৌম্য অবয়বে নেমে এসেছিলে পায়ে হেঁটে,
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, যেন শান্তির এক মূর্ত দেবদূত হয়ে!
দীর্ঘ দেহ আবৃত করা সাদা কালো পোষাকের মতই
মাথাভর্তি তোমার ছিল পরিপাটি আঁচড়ানো কাঁচাপাকা কেশ।
হাতে ধরা পাইপ, ‘এরিন মোর’ এর সুবাস ছড়িয়ে
তুমি কথা বলছিলে আমাদের সাথে, স্নেহের হাসি হেসে।
পৌরুষদীপ্ত কন্ঠে তুমি আমাদের শুনিয়েছিলে আশার বাণী,
তোমার কথাগুলো যেন কানে বেজেছিল শান্তির গান হয়ে।
সেদিন বিকেলে আমরা গিয়েছিলাম তোমায় সম্বর্ধনা জানাতে।
বিশ্ব শান্তি পরিষদ তোমায় দিয়েছিল এক অনন্য সম্মান,
‘জুলিও ক্যুরি’ পদকে তোমায় ভূষিত করে তারা ধন্য হয়েছিল।
তুমি এসেছিলে সেদিন আমাদের মাঝে,
আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও অভিবাদন গ্রহণ করতে।
সে এক অনন্য স্মৃতি,
শান্তি ও সৌম্যের অনন্য প্রতীক হিসেবে তোমার সে স্মৃতি
আজও আমার মনে চিরভাস্বর, চিরঅম্লান, চির দীপ্যমান।
'মুজিব শতবর্ষ'