পৌষের প্রত্যুষে দেখি চারিদিক ঢেকে আছে
ঘন কুয়াশার আবছা ছায়ায়, ঝাপসা চাদরে।
বিধবা নারীর ন্যায় বিষণ্ণমুখে স্থির হয়ে আছে
কুয়াশাবৃত আকাশটা, অবহেলায়, অনাদরে।
আমি খুঁজি ফিরি, মলিন মেঘপুঞ্জের মাঝে
কোন পাখি ওড়ে কিনা, দিবাকর হাসে কিনা।
দখিনের অলিন্দে দাঁড়িয়ে শুনি বৃক্ষশাখে
কুয়াশা-ভেজা আড়ষ্ট পাখিদের মৌন প্রার্থনা।
শৈত্যেরও কিছু উষ্ণতা থাকে একান্ত গোপনে,
দেহে শীত অনুভূত হলেও মন উষ্ণ হতে পারে।
পৌষের হিমেল পরশে বছরের এ হ্রস্বতম দিনে
আমি উষ্ণতায় অবগাহন করি এ শৈত্য প্রান্তরে।
ঢাকা
০৮ পৌষ ১৪২৫
২২ ডিসেম্বর ২০১৮