খয়েরী আর সাদা রঙের একটা চিল
কাছের আকাশটাতে ওড়াওড়ি করে
প্রতিদিন, নিয়ম মাফিক।
তার সুখ দেখে আত্মসুখে ভেসে যায়
জীবনের পথ চলা এক ক্লান্ত পথিক!
দূর আকাশটার দিকে তাকিয়ে-
ভাবুক তার অতীত স্মৃতি খোঁজে অপলকে।
তাকিয়ে থাকে ঐ দূর নীলিমায়,
কি জানি এক কিসের মায়ায়,
হঠাৎ চিলের ডাকে সে সম্বিত ফিরে পায়।
মনে পড়ে তার, আগ্রাবাদের আকাশটাতেও
উড়তো খয়েরী আর সাদা রঙের এক চিল,
ক্ষণে ক্ষণে ডাক দিয়ে যেত, নাড়িয়ে ডানা।
কখনো নেমে আসতো তাদের উঠোনটাতে
ছোঁ মেরে ধরে নিতে নিরীহ এক মুরগীর ছানা।
ঢাকা
১৩ মার্চ ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।